খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: মিরপুর টেস্টে প্রথম দিনে ব্যাটিংয়ের চিত্রটা দ্বিতীয় দিনের শুরুতেও পাল্টাতে পারেনি বাংলাদেশ। ৪ উইকেটে ৫৬ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিলেন মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। আজ সকালের সেশনে দুজন আত্মবিশ্বাসের সঙ্গে শুরু করলেও তাঁদের জুটি টিকেছে মাত্র পাঁচ ওভার। সুরঙ্গা লাকমলের করা বেশ বাইরের বল অযথাই খেলতে গিয়ে স্টাম্পে টেনে আনেন লিটন।
স্পিনবান্ধব উইকেটে এ নিয়ে ৩ উইকেট নিলেন লঙ্কান পেসার লাকমল। ধারাবাহিকভাবে লাইন লেন্থ বজায় রাখায় পেসারদের জন্য প্রতিকূল উইকেটেও সাফল্য পাচ্ছেন তিনি। অফ স্টাম্পের বেশ বাইরে কিন্তু নিখুঁত লেন্থে বল করে লিটনকে তুলে নেন লাকমল। লিটন স্কয়ার কাটের চেষ্টা করলেও ফুটওয়ার্ক না থাকায় বল তাঁর ব্যাটে লেগে স্টাম্পে আঘাত হানে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ৭৫। ব্যাট করছেন মিরাজ (২৩*) ও মাহমুদউল্লাহ (০*)। হাতে ৫ উইকেট রেখে শ্রীলঙ্কার প্রথম ইনিংস থেকে বাংলাদেশ এখনো ১৪৬ রানে পিছিয়ে। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও উইকেটে বাঁক ও বাউন্স পাচ্ছেন স্পিনারেরা।
খবর২৪ঘণ্টা.কম/রখ