1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
শুভশ্রী না মিমি, কার সঙ্গে কম্বডিয়ায় যাচ্ছেন রাজ ? - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন

শুভশ্রী না মিমি, কার সঙ্গে কম্বডিয়ায় যাচ্ছেন রাজ ?

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মারচ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: পরিচালক রাজ চক্রবর্তী সদ্য বাগদান সেরে চারিদিকে যে ঝড় তুলেছেন তা নতুন করে বলার কিছু নেই৷ এই সময়ে টক অফ দ্য টাউন হল রাজ-শুভশ্রীর হানিমুন৷

ছোট খাটো ভ্যাকেশনে আসা-যাওয়া লেগেই রয়েছে তাঁদের৷ তবে এই শর্ট হানিমুন ট্রিপে কি আর ভক্তদের সেরকম উৎসাহ থাকে৷ টলিউড কাপলটি যখন রয়্যাল তখন হানিমুনও হবে গ্র্যান্ড৷

সেই আসায় সকলে প্রায় দিনরাত দুজনের ট্যুইটার হ্যান্ডেলে চোখ রেখে বসে আছে৷ রাজের অ্যাকাউন্ট স্টক করতেই পাওয়া গেল অন্য খবর৷ ট্যুইটারেই তিনি প্রকাশ করে দিয়েছেন ‘কাটমুণ্ডু ২ কাম্বডিয়া’র ফার্স্ট লুক৷ পরিচালকের পার্সোনাল লাইফ মানে হানিমুনের খবর না হলেও অনুরাগীরা কিন্তু বেশ খুশি৷

ছবির ফার্স্ট মোশন পোস্টার কিন্তু বেশ উৎসাহ জাগিয়ে তুলেছে সিনেপ্রেমীদের মনে৷ তবে সংশয় থেকে যাচ্ছে ছবির কাস্টিং নিয়ে৷ আসলে ‘কাটমুণ্ডু ২ কাম্বডিয়া’ সম্ভবত ‘কাটমুণ্ডু’ ছবির সিক্যুয়াল৷ প্রিক্যুয়েলে মূখ্য ভূমিকায় ছিলেন মিমি, শ্রাবন্তী, আবির, সোহল, রুদ্রনীল৷

কিছুদিন ধরেই টলিমহলের গুঞ্জনে ভেসে আসছে, বদলে যাচ্ছে ছবির প্রায় গোটা কাস্ট৷ এমনকি এও শোনা যাচ্ছিল যে মিমিকে বাদ দিয়ে শুভশ্রীকে নেওয়া হয়েছে সিক্যুয়েলে৷ তবে সব কনফিউশন কাটল রাজের এক সাক্ষাৎকারে৷

‘কাটমুণ্ডু ২ কাম্বডিয়া’ সিক্যুয়াল হলেও গল্প একেবারে নতুন৷ তার জন্যই কাস্টিংয়ে অদল বদল৷ সোহম, রুদ্রনীল, রোজা সিক্যুয়েলে থেকে গেলেও ‘কাটমুণ্ডু’র ফ্র্যান্চাইজিতে আসছেন নতুন সদস্য৷ যেমন যিশু সেনগুপ্ত, তনুশ্রী, খরাজ মুখোপাধ্যায়৷ সূত্রের খবর অনুযায়ী এমনটাই ব্যক্ত করেছেন রাজ৷ তবুও কাস্টিংয়ের বিস্তারিত খবর জানা যাবে ছবির ফাইনাল অ্যানাউন্সমেন্টেই৷

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST