খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: একের পর এক বিতর্কে জড়িয়েছেন স্ট্যান্ড আপ কমেডিয়ান তথা অভিনেতা কপিল শর্মা। সম্প্রতি এক এন্টারটেনমেন্ট পোর্টালের সম্পাদক তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের দায়ের করেন। টুইটারে অসংযত মন্তব্য করায় তাঁর নতুন শো ‘ফ্যামিলি টাইম উইথ কপিল শর্মা’-কেও এক মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। সব মিলিয়ে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন কপিল শর্মা।
সম্প্রতি মুম্বইয়ের একটি বিনোদন ওয়েবসাইট কপিলের মানসিক অবস্থা এখন ঠিক কীরকম, তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। দিনের বেশির ভাগ সময়টাই ঘুমিয়ে কাটাচ্ছেন স্ট্যান্ড আপ কমেডিয়ান। এমনকী, তিনি এতটাই অবসাদগ্রস্ত যে ২ এপ্রিল নিজের জন্মদিনেও শুধুই বাড়িতে ঘুমিয়েছেন।
প্রতিবেদনটি থেকে জানা গিয়েছে, এই মুহূর্তে নিজের কাজ নিয়ে একদম খুশি নন তিনি। যে কাজ নিয়ে এতদিন ব্যস্ত ছিলেন, সেই কাজেও আর কোনও আগ্রহ নেই তাঁর। শুধু তাই নয়, কানাঘুষো শোনা যাচ্ছে, যে তিনি দিনে প্রায় ২৩টি করে ওষুধ খান।
এক সময়ে খুব তাড়াতাড়ি খ্যাতির স্পটলাইটে চলে এসেছিলেন কপিল শর্মা। কিন্তু আজ তাঁর কেরিয়ার গ্রাফ সেই গতিতেই নিম্নগামী হচ্ছে। তবে কপিলের ভক্তদের আশা, খুব শীঘ্রই আবার ভাগ্যদেবী সহায় হবে তাঁর উপরে। আবার তিনি মানুষের মধ্যে হাসির রোল তৈরি করবেন।
এখন দেখার, সেই দিন কবে আসে। আপাতত সেই অপেক্ষাতেই কপিল ও তাঁর ভক্তরা।
খবর২৪ঘণ্টা.কম/রখ