নিজস্ব প্রতিবেদক : র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল আজ রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন জমিনপুর এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী আমিনুল ইসলাম (৩০) কে অস্ত্রসহ আটক করে। আটক ব্যক্তির চাঁপাইনবাবগঞ্জ উপজেলা সদরের রামচন্দ্রপুর মিস্ত্রি পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তার কাছ থেকে বিদেশী পিস্তল ১টি, ওয়ান শুটারগান ১টি, ম্যাগজিন ১টি এবং গুলি ২ রাউন্ডসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এস/আর