1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
শুক্রবারের লাইট-ক্যামেরা-অ্যাকশন - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৫ মে ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

শুক্রবারের লাইট-ক্যামেরা-অ্যাকশন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ সেপটেম্বর, ২০১৮

বিনোদন,ডেস্ক: অফিসের কাজের চাপে নাজেহাল। কবে রবিবার আসবে সেই চিন্তা করতে করতেই সপ্তাহের পর সপ্তাহ কেটে যায়। কোথাও ধুরতে গিয়ে একটু লোন টাইম স্পেন্ড করবেন তাঁর উপায় নেই। কারণ ঘড়ির কাটায় ৯ টা হয়তো বেজে গিয়েছে। ৯ টা ১০ এর ট্রেন টা মিস করলেই বসের বকা অবধারিত। তবে সব কিছু ঝেরে ফেলে চলুন মুড টাকে একটু রিফ্রেশ করা যাক। ফিল্মবাফদের জন্য সেরা দিন শুক্রবার৷ বিনোদনবাক্সে কী কী আছে চলুন দেখে নিই৷ মুক্তি পাচ্ছে এক গুচ্ছ ভালো ছবি৷

টলিউড :
চতুর্থ রিপু : পরিচালক ববি বন্দ্যোপাধ্যায়ের ছবি চতুর্থ রিপুতে মুখ্য ভূমিকায় রয়েছেন অঞ্জনা বসু, ঋ, শিলাজিৎ, রুদ্রনীল ঘোষ এবং মেঘনা হালদার সহ অনেকে৷ ছবিতে আরেকজন অভিনেত্রীও কাজ করেছিলেন৷ পায়েল চক্রবর্তী৷ দিন কতক আগেই শিলিগুড়ির এক হোটেলে আত্মঘাতী হন তিনি৷

বলিউড :
মনমরজিয়া : মুখ্য ভূমিকায় অভিষেক বচ্চন, ভিকি কৌশল এবং তাপসী পান্নু৷ ছবির তিন চরিত্র ভিকি (ভিকি কৌশল), রুমি(তাপসী পান্নু) এবং রবি (অভিষেক বচ্চন)৷ ভিকি এবং রুমির টক-ঝাল-মিষ্টি সম্পর্কের খানিক ঝলক ট্রেলারের শুরুতেই দেখা গিয়েছে৷ তাদের এই মিষ্টি সম্পর্কে সমস্যা একটাই, যখনই রুমি বিয়ের কথা বলে তখনই ভকি বেঁকে বসে৷ রুমির পরিবারের সঙ্গে আজ কথা বলব কাল বলব বলে রোজই এড়িয়ে যায় ভিকি৷ সহ্যসীমার বাঁধ ভাঙতেই রুমি, ভিকিকে আলটিমেটাম দেয় যদি সে বিয়ের কথা না বলে তাহলে রুমি বাড়ির পছন্দ করা ছেলেকেই বিয়ে করে নেবে৷

ছবি: ট্যুইটারের সৌজন্যে

রবির সঙ্গে রুমির বিয়ে ঠিক হওয়াই ভিকির চরিত্রে দেখা দিল ‘রোমিও’র ছোঁয়া৷ রুমিকে পায়ার জন্য যেকোন বাঁধা পেরোতে রাজি হয়ে যায় সে৷ নানা পরিস্থিতির মধ্যে দিয়ে তাঁদের সম্পর্কে তিক্ততা আসতে থাকে৷ প্রায় মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায় তাঁদের৷ ভিকির সঙ্গে রুমির পরিবারের লড়াইয়েরই বা কী পরিণাম হল? সবকিছুর উত্তর পাওয়া যাবে আগামীকাল৷ অনুরাগ কাশ্যপের পরিচালনায় তৈরি হয়েছে এই ছবি৷

ছবি: ট্যুইটারের সৌজন্যে

মিত্রোঁ : টেলিভিশন অভিনেত্রী কৃতিকা কামরা এই ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করছেন৷ নায়কের ভূমিকায় জ্যাকি ভাগনানি৷ পরিচালনায় নিতিন কাক্কর৷

খবর২৪ঘণ্টা.কম/জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST