নিজস্ব প্রতিবেদক: শীতের সকালের বৃষ্টিতে রাজশাহী মহানগর ও আশেপাশের জেলা-উপজেলায় শীতের তীব্রতা বেড়েছে। বুধবার সকালে রাজশাহীতে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হয়। বৃষ্টির পর থেকেই রাজশাহীর আকাশ কিছুটা মেঘলা রয়েছে ও আকাশে সূর্য দেখা যায়নি। রোদ না উঠায় শীতের প্রকোপ আরও কিছুটা বেড়েছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে এগারোটার পর থেকে আকাশে মেঘ দেখা যায়। রাত বারোটার দিকে দুই এক ফোঁটা বৃষ্টি হলেও বৃষ্টি হয়নি। তবে বুধবার সকালে হঠাৎ বৃষ্টি শুরু হয়। এতে বিপাকে পড়েন স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিস-আদালত গামী
মানুষ। সকালের বৃষ্টির হাত থেকে বাঁচতে মানুষজন রাস্তার পাশের ভবনের নিচে আশ্রয় নেয়। বৃষ্টি থেমে গেলে আবার রিকশা ও পথচারী চলাচল স্বাভাবিক হয়। এর আগে গতকাল মঙ্গলবার তেমন শীত অনুভূত হয়নি। বৃষ্টি হওয়ায় শীতের পরিমাণ কিছুটা বেড়েছে।
আর/এস