ওমর ফারুক: হঠাৎ রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় শীত পড়তে শুরু করেছে। শীত চলে আসায় গরম কাপড় কিনতে নগরীর ফুটপাতগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। সাধ ও সাধ্য অনুযায়ী ক্রেতারা শীতের পোশাক কিনছেন। এবার অন্য বছরের তুলনায় দেরিতে শীত অনুভূত হচ্ছে। আর শীত থেকে বাঁচতে গরম পোশাক কেনা শুরু করেছেন নগরবাসী। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত বিক্রি হচ্ছে শীতের পোশাক। বিশেষ করে নগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজারের ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় থাকছে চোখে
পড়ার মতো। ক্রেতারা দোকানগুলো থেকে সাধ্যের মধ্যে প্রয়োজন অনুযায়ী শীতের পোশাক কিনছেন। যেসব শীতের পোশাক ক্রেতারা কিনছেন তার মধ্যে উল্লেখ্যযোগ্য হলো, মোটা জামা, শুয়েটার, মোটা গেঞ্জি, মাপলার, হুডি, জ্যাকেট, মোটা প্যান্ট, চাদর, মেয়েদের টুপিসহ অন্যান্য জিনিস। বৃহস্পতিবার বিকেলে সরজমিনে নগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার ও গণকপাড়ায় গিয়ে দেখা গেছে, প্রচুর নারী-পুরুষ শীতের গরম পোশাক কিনছেন। বাইরে নেই শিশুরাও। নগরের বিভিন্ন এলাকা থেকে সাহেব বাজারে গিয়ে ক্রেতার দোকান থেকে গরম কাপড় কিনছে। অন্যান্য বছরের তুলনায় এবার একটু দাম বেশি বলে ক্রেতাদের
পক্ষ থেকে অভিযোগ রয়েছে। ক্রেতারা দোকানে দোকানে ঘুরে পছন্দের শীতের পোশাকটি কিনছেন। দাম দর করেই পছন্দের পোশাক কিনছেন তারা। শিশুর জন্য শুয়েটার কিনতে আসা রাহিমা নামের এক নারী বলেন, শীত চলে আসায় আমার মেয়ের জন্য শুয়েটার কিনতে এসেছি। এছাড়াও তার জন্য জুতা ও মোজা কিনবো। নিজের জন্যও গরম কাপড় কিনবো। যাতে শীতে সমস্যা না হয়। তিনি অভিযোগ করে বলেন, এবার অন্য বছরের তুলনায় দাম বেশি। আর এখন ক্রেতাদের চাহিদা বাড়ায় দোকানিরা দাম কমাচ্ছেন না। যা বলছে তাই ধরে রাখছে। তারপরও পছন্দ অনুযায়ী কিনেছি। সুরমান নামের আরেক ব্যক্তির সাথে
কথা হলে তিনি বলেন, স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে শীতের পোশাক কিনতে এসেছি। যাতে শীতের সময় কষ্ট না হয়। শীত নিবারণের জন্য ছেলেমেয়ের জন্য গরম পোশাক ও স্ত্রীর জন্য কিনেছি। আমার জন্য জ্যাকেট কিনবো। গত বছরের একই মানের জিনিস একটু বেশি দাম চাওয়া হচ্ছে। নগরীর সাহেব বাজার এলাকার ফুটপাতের ব্যবসায়ীরা জানান, আগে তেমন শীতের পোশাক বিক্রি হয়নি। গত ৩/ ৪ দিন ধরে বিক্রি হওয়া শুরু হয়েছে। দাম বেশি নেওয়া হচ্ছে এ অভিযোগ সত্য নয়। এ বছর সবকিছুর দাম বেড়েছে তাই শীতের পোশাকেও এর প্রভাব পড়েছে। পাইকারি বাজারে কম দামে পেলে কম দামেই বিক্রি করা হবে।
শুধু নগরীর সাহেব বাজারেই নয় রেলগেট, শিরোইল, ভদ্রা, কোর্ট স্টেশন বাজার, লক্ষীপুরসহ বিভিন্ন এলাকার ফুটপাতে গরম পোশাক বিক্রি হচ্ছে। ফুটপাত ছাড়াও নামিদামী মার্কেটগুলোতেও শীতের পোশাক বিক্রি হওয়া শুরু হয়েছে। সেই সাথে শীত নিবারণে কম্বলের বিক্রিও বেড়েছে। ক্রেতারা রাতের বেলা লেপ ও তোষকের পাশাপাশি কম্বলও কিনছেন।
আর/এস