1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
শীতকালীন অবকাশ শেষে সুপ্রিম কোর্ট খুলেছে - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ০৭ জানয়ারী ২০২৫, ০:১৫ পূর্বাহ্ন

শীতকালীন অবকাশ শেষে সুপ্রিম কোর্ট খুলেছে

  • প্রকাশের সময় : বুধবার, ২ জানুয়ারী, ২০১৯

খবর২৪ঘণ্টা ডেস্ক: শীতকালীন অবকাশ শেষে বুধবার (২ জানুয়ারি) শুরু হয়েছে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের নিয়মিত কার্যক্রম।

সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটিসহ গত ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত ১৪ দিন বন্ধ ছিল সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম।

তবে এ সময়ে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে বিভিন্ন বিচারিক বেঞ্চ গঠন করা হয়।

এসব বেঞ্চে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদির শুনানি ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। অবকাশকালীন বেঞ্চে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা সংক্রান্ত বিভিন্ন মামলা এবং নিবন্ধন বাতিল হওয়া জামায়াত দলীয় প্রার্থীতা নিয়ে মামলার শুনানি ও আদেশ হয়েছে।

জরুরি বিষয় নিষ্পত্তির জন্য দুইদিন আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার জজ এবং হাইকোর্টের পাঁচটি দ্বৈত বেঞ্চ ও তিনটি একক বেঞ্চের কার্যক্রম চলেছে।

এরমধ্যে একটি বেঞ্চ নির্বাচনী আবেদন নিষ্পত্তি করেছে। সেখানে অনেক প্রার্থীর মনোনয়ন স্থগিত হয়েছে আবার কয়েকজনকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেয়া হয়েছিল।

সুপ্রিমকোর্টের আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ভেকেশান জাজ হিসেবে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামানকে মনোনীত করা হয়। বিচারপতি মো. নূরুজ্জামান গত ২৪ ডিসেম্বর আপিল বিভাগের চেম্বার কোর্টে জরুরি মামলা সংক্রান্ত বিষয়ে শুনানি করেন।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST