খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: সুনামগঞ্জে একদিনে দেড় বছরের শিশুসহ দ্বিতীয় সর্বোচ্চ ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলার সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগী সংখ্যা দাঁড়াল ২৫০ জনে।
সিভিল সার্জন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হলে ৩১ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় ৯ জন, ছাতক উপজেলায় ১২ জন, জগন্নথাপুর উপজেলায় ৫ জন এবং দোয়ারাবাজার উপজেলায় ৫ জন রয়েছেন। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ১৫ মাসের এক শিশুও রয়েছে।
সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, সুনামগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩১ জন। তাদের মধ্যে বয়স্ক, শিশু ও যুবক রয়েছেন। আমরা তাদের দ্রুতই আসোলেশনে নিয়ে আসার ব্যবস্থা করছি।
উল্লেখ্য, চলতি বছরের ১২ এপ্রিল সুনামগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং সেদিনই সুনামগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। বৃহস্পতিবার পর্যন্ত সুনামগঞ্জে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৫০ জন এবং সুস্থ হয়েছেন ৭৩ জন।
খবর২৪ঘন্টা/নই