শিল্পকলায় সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধুর জন্মদিন উদযাপন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) বিকেল ৪ টায় ঢাকা শিল্পকলা একাডেমীর মাঠে বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধুর জন্মদিন উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৪ টায় জন্মদিনের কেক কাটা হয়।
তারপর আশিক বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রেখেছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ছটকু আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের সাবেক সভাপতি আবু জাফর সূর্য, সাংবাদিক মনিরুল ইসলাম, আমরা কুঁড়ির চেয়ারম্যান মোশতাক আহমেদ লিটন, সংগঠক ও গীতিকার আলী আশরাফ আখন্দ, কন্ঠশিল্পী মেহেরুন আশরাফ্।
বক্তারা বলেন- আশিক বন্ধু, তরুণ প্রজন্মের সাফল্যের পথে এগিয়ে চলা জনপ্রিয় বিনোদন সাংবাদিক ও গীতিকার। তার আগামীর পথচলা আরো সুন্দর ও সাফল্যময় হোক- সে দোয়া ও শুভকামনা রইল”। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোস্তফা মতিহার, কবি ও সংগঠক স্রুতি খান, ফটো সাংবাদিক জাকির হোসেন, ঢাকা কালচারাল ক্লাবের সালাউদ্দিন মিঠু, কবিতা কৃষ্ণমুর্তি, সাংবাদিক সুৃমন মোস্তফা, ফিল্মনিউজ এর বিনোদন সাংবাদিক কাজী আনিস, সংগীত পরিচালক শহীদ মাহমুদ কন্ঠশিল্পী নীনা সামান্তা, কবি সাইদুল ইসলাম, কন্ঠশিল্পী মাহবুব হাসান, ফায়েজ সহ অনেকে।
বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক জন্মদিন উদযাপন হয়েছে ফিল্মনিউজ বিনোদন পত্রিকা, এবি মিউজিক স্টেশন ও ঢাকা কালচারাল ক্লাবের আয়োজনে৷
বিএ/