1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
শিরোইল বাস টার্মিনালে থেকে ২৪ জুয়াড়ি আটক - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৫ জানয়ারী ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন

শিরোইল বাস টার্মিনালে থেকে ২৪ জুয়াড়ি আটক

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ সেপটেম্বর, ২০২১

রাজশাহী মহানগর এলাকাকে সকল প্রকার অপরাধমুক্ত ও মাদক, জুয়া, চোরাচালান নির্মূল করার লক্ষ্যে রাজশাহী মহানগর পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, জনাব মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্তাবধায়নে,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার  (ডিবি) জনাব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নের্তৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ)

জনাব মোঃ আশিক ইকবাল সঙ্গীয় এসআই (নিঃ)/মোহাঃ আব্দুর রহমান, এসআই(নিঃ) /মোঃ শাকিল হুদা জনি ও ফোর্সসহ মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ সেপ্টেম্বর রাতে  বোয়ালিয়া মডেল থানাধীন শিরোইল বাস টার্মিনালস্থ সিকদার হোটেলের পিছনের রাজশাহী জেলা শিরোইল বাস টার্মিনালের জুয়ার বোর্ড হইতে ১৮ সেট খোলা তাস, ১৫ সেট ইনটেক তাস, জুয়ার বোর্ডের টাকার জন্য ব্যবহৃত  ২টি

কাঠের বাক্স এবং জুয়া খেলার নগদ (দুইলক্ষ ছয়শত ত্রিশ) টাকা সহ ২৪ জন জুয়াড়িকে হাতে নাতে আটক করেন। আটককৃতরা হলো  মোঃ আঃ রশিদ (৪০), পিতা-মৃত খাইরুদ্দিন, সাং-বর্ণালী মোড় আমবাগান,  মোঃ সেলিম রেজা@বিষু (৩৪), পিতা-মোঃ শাহজাহান, সাং-শিরোইল স্টেশনপাড়া, মোঃ বেলাল হোসেন(৪০), পিতা-মৃত মনিরুল ইসলাম, সাং-হোসনীগঞ্জ,  মোঃ মোতাহার হোসেন (৪৬), পিতা- মৃত আঃ মোতালেব,  মোঃ মনিরুল(৪০), পিতা-মোঃ এনামুল, উভয় সাং-রামচন্দ্রপুর বাসার রোড,  দিপক রায়(৩২), পিতা মৃত হেমন্ত কুমার রায়, সাং-বেলদারপাড়া,  মোঃ সোহেল রানা(৩৩), পিতা-মৃত মুকুল আলী, সাং-হাদিরমোড় বউবাজার, মোঃ রবিউল(৩৮), পিতা-মৃত আঃ রউফ, সাং-সপুরা গোরস্থানপাড়া,  মোঃ আকবর আলী(৪৩), পিতা-মৃত আলম

শেখ, সাং-সাগরপাড়া বল্লভগঞ্জ,  কাজী ছোটন(৪৬), পিতা-মৃত কাজী সাজ্জাদ হোসেন, সাং-রাজারহাতা,  আবু হেনা মোস্তফা কামাল(৪৭), পিতা-মৃত কায়ছার আহম্মেদ, সাং-উপশহর-এ/১০০,  হাবিবুর রহমান (৫৫), পিতা-মৃত আঃ হামিদ, সাং-শালবাগান পশ্চিমপাড়া, সর্ব থানা-বোয়ালিয়া মডেল,  মোঃ গিয়াস(৪০), পিতা-মৃত আওয়াল ভ‚ইয়া, মোঃ মুন্না(৪৫), পিতা-মৃত এহেসান আলী, উভয় সাং-হাজরা পুকুর ডাবতলা,  মোঃ তসলিম(৪৬), পিতা-মোঃ ইসমাইল হোসেন, সাং-মেহেরচন্ডী পূর্বপাড়া, মোঃ খোকন(৪৬), পিতা-মৃত মোসমেল সরদার, সাং-আসাম কলোনী বউবাজার, সামিউল ইসলাম@জনি(৩২), পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং-ছোটবনগ্রাম পূর্বপাড়া,  শ্রী রঞ্জন অধিকারী (৪৭), পিতা-মৃত নিতাই ঠাকুর, সাং-জামালপুর, সর্ব থানা-

চন্দ্রিমা,  মোঃ জাফর ইকবাল(৩৬), পিতা-মৃত আঃ রহমান, সাং-মাসকাটা দিঘী পশ্চিমপাড়া,  মনিরুল ইসলাম(৩৬), পিতা-মোঃ আকরাম, সাং-ধরমপুর, কাজলা কেডীক্লাব, উভয় থানা-মতিহার,  মোঃ পিংকু(৩৫), পিতা-মৃত সেলিম, সাং-বড়বনগ্রাম বাগানপাড়া, থানা-শাহমখদুম, মোঃ মনির হোসেন(৪৮), পিতা-মৃত মতিউর রহমান, সাং-বহরমপুর, থানা-রাজপাড়া,  মোঃ উজ্জল হোসেন(২৬), পিতা-মৃত সাদমান আলী, সাং-মুরারীপুর, থানা-দামকুড়া, সর্ব মহানগর রাজশাহী,  আঃ মালেক(২৫), পিতা-মৃত খুরশেদ আলম, সাং-ঝলমলিয়া শ্যামঘর, থানা-পুঠিয়া, জেলা-রাজশাহী। (ডিবি) এর নের্তৃত্বে ডিবির ৪টি টিম  অভিযান পরিচালনা করেন। এ সংক্রান্তে বোয়ালিয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST