নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ৭ লাখ ভারতীয় জাল রুপিসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। গত রোববার রাতে শিবগঞ্জর সাতরশিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, উপজেলার মনাকষা এলাকার মৃত মাইনুলের ছেলে উজ্জ্বল (২৮) ও সুজাল (২৪)।
র্যাব জানায়, র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ সিপিসি-১ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উপজেলার সাতরশিয়া গ্রামে জাল রুপি ব্যবসায়ীরা অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র্যাব ওই এলাকায় অভিযান চালিয়ে উজ্জ্বল ও সুজালকে ৭ লাখ ৮ হাজার ভারতীয় জাল রুপিসহ আটক করে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আরো জানানো হয়।
খবর২৪ঘণ্টা/এমকে