নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে বিদেশী পিস্তল ও ম্যাগজিন সহ সোহেল রানা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৫। শুক্রবার তাকে শিবগঞ্জ উপজেলার বিশ^নাথপুর আলিবাজার গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের বেনজিরের ছেলে।
র্যাব জানায়, র্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সোহেল নামের এক ব্যক্তি নিজের কাছে অবৈধ অস্ত্র রেখেছে খবর পেয়ে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে পিস্তল ও ম্যাগজিন সহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আরো জানানো হয়।
খবর২৪ঘণ্টা/এমকে