চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪টি বিদেশী পিস্তল,৬ রাউন্ড গুলি,২টি ম্যাগজিন,১৯৮ বোতল ফেনসিডিলসহ একটি মিশুক আটক করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক করতে পারেনি তারা।
চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল রাশেদ আলী জানান,মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তেলকুপি ব্রীজ এলাকায় একটি মিশুক তল্লাশী চালিয়ে ১টি আমেরিকার তৈরি পিস্তল,৩টি ভারতীয় ওয়ান শ্যুটারগান,৬ রাউন্ড গুলি, ২ টি ম্যাগজিন ও ১৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে জিবিরি উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় চোরাকারবারীরা। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হবে বলে জানান বিজিবি।
খবর২৪ঘণ্টা.কম/নজ