নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে ৪২৮০ পিস ইয়াবাসহ খাইরুল ইসলাম (৩১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। আটক মাদক ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে। র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি
অপারেশন দল আজ বিকেল পৌনে ৪ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন রানীহাটি এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী খাইরুল ইসলামকে ৪২৮০, পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। এ সময় ১টি মোটরসাইকেলসহ আটক করা হয়।আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমকে
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।