চাঁপাই ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পুলিশ ও র্যাবের অভিযানে দুই পিস্তল, গুলি ও মাদকসহ চারজনকে গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার মনাকষা ইউনিয়নের সাত রশিয়া গ্রামের সামেদ আলীর ছেলে আবদুল কাদের (২৫), একই ইউনিয়নের সাহাপাড়ার মৃত রুস্তম আলীর ছেলে মামুন (২১), হুমায়নের ছেলে কান্টু (২৮), মকবুল হকের ছেলে বাদশা (৩৬), কানসাট বহলাবাড়ির বেলালউদ্দিনের ছেলে আবদুল হাকিম (২৬) ও সদর উপজেলার আজাইপুর দক্ষিণপাড়ার মৃত মমিনউদ্দিনের ছেলে স্বপন আলী (৩৮)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদের নেতৃত্বে ধোবড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ অস্ত্র ব্যবসায়ী হাকিমকে গ্রেফতার করে। এদিকে ভূমি অফিসের উত্তর পশ্চিম কর্ণারে অভিযান চালিয়ে ২৪শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বপনকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে একই সময় শিবগঞ্জ থানার এসআই শহীদুলের নেতৃত্বে একদল পুলিশ শিবগঞ্জ পৌর এলাকার মনাকষা মোড়ের পূর্ব পাশে তৃপ্তি হোটেলে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ কাদেরকে গ্রেফতার করে। এছাড়াও রাতে দাদনচক হল মোড় এলাকায় অভিযান চালিয়ে একশ’ বোতল ফেনসিডিলসহ মামুন, কান্টু ও বাদশা গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ