চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: শিবগঞ্জে র্যাব অভিযান চালিয়ে আরিফ নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে। আটক আরিফ পৌর এলাকার জালমাছমারী গ্রামের সোহরুল হকের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের পক্ষ হতে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
শনিবার বিকেল সোয়া তিনটার দিকে পুলিশ চেকপোষ্টের সামনের একটি আম বাগানে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল,দুটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ আরিফ কে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আরিফ দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।খবর২৪ঘণ্টা.কম/নজ