নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ মোশারফ হোসেন বাবু নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শুক্রবার ভোর ৩টার দিকে তাকে শিবগঞ্জ উপজেলার নামোচকপাড়া থেকে আটক করা হয়। সে ওই গ্রামের আজিজুল হকের ছেলে।
র্যাব জানায়, র্যাব-৫ এর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শিবগঞ্জ উপজেলার নামোচকপাড়া এলাকায় অস্ত্র,গুলিও ম্যাগজিনসহ বাবু নামের একব্যক্তি অবস্থান করছে। বিষয়টি জানতে পের তাৎক্ষনিক র্যাব ঘটনাস্থলে অভিযান চালিয়ে বাবুকে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ আটক করে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আরো জানানো হয়।
খবর২৪ঘণ্টা/এমকে