চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের মাস্তান বাজার এলাকার একটি আমবাগানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের আব্দুল কাদেরের ছেলে শাহিন আলী (১২) ও একই ইউনিয়নের শরৎনগর গ্রামের মো. হারুন আলীর ছেলে আসিম (১৩)। আহতরা হলেন লছমানপুর গ্রামের রোজবুল ইসলামের ছেলে নয়ন আলী (১৩) ও শ্যামপুর গোপাল নগর গ্রামের কাশেদ আলীর ছেলে মোহাম্মদ সারোয়ার (১৪)।
নিহতদের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বাগানে আম প্যাকেট করার কাজ করছিলেন তারা। দুপুরে ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই শাহিন ও আসিমের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হায়াত গণমাধ্যমকে বলেন, আমবাগানে বজ্রপাতে দুইজন নিহতের ঘটনা ঘটেছে। নিহত ও আহতদের বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।
বিএ/