চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত ৯০০ পরিবারের মাঝে ২০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। পুখুরিয়া শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে শনিবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে বরাদ্দ ২০
কেজি করে চাউল বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহা. গোলাম রাব্বানী। এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আসলাম হোসেন, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমল হক বাদশাসহ অন্যরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/জন