চাঁপাই ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শাহবাজপুর-মতিবাজার এলাকায় ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছে। নিহত ওই চালক হলেন-পারদিলালপুর গ্রামের মো.নাজমুল আলমের ছেলে নাদিম হোসেন (১৯)। প্রত্যক্ষদর্শী কানসাটের বাসিন্দা নাদিম জানান,বৃহস্পতিবার বিকেলে একটি মাটি ভর্তি ট্রাক্টর টিকরি বাজার থেকে ধোবড়ার দিকে যাচ্ছিল। চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মতি বাজার এলাকায় পোঁছে বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়। এতে টাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় চালক নাদিম হোসেন। পরে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পোঁছে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
খবর২৪ঘণ্টা.কম/নজ