চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালুপুর মোড়ে ট্রাকচাপায় আব্দুর রউফ (৩০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবগঞ্জ-মনাকষা সড়কে এ দুর্ঘটনা ঘটে। রউফ উপজেলার ১৫ রশিয়া গ্রামের আইনাল হকের ছেলে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় কালুপুর মোড়ে একটি ট্রাক বিপরীত দিক আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন বলে জানান।
খবর২৪ঘণ্টা.কম/নজ