চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জ্বর, সর্দি ও পাতলা পায়খানা নিয়ে এক কিশোর মারা গেছে। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজ বাড়িতে ওই কিশোরের মৃত্যু হয়।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী বলেন, ওই কিশোর অষ্টম শ্রেণিতে পড়ে। সে তিন দিন আগে রাজশাহী থেকে এসেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মতোই তাকে দাফন করা হয়েছে। দাফনের আগে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই নমুনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। পরীক্ষার পরই বোঝা যাবে সে করোনায় আক্রান্ত ছিল কি না।
করোনায় সংক্রান্ত জেলা কমিটির মুখপাত্র ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির-উজ-জামান প্রথম আলোকে বলেন, দাপ্তরিকভাবে ‘লকডাউন’ ঘোষণা না করা হলেও গ্রামটিকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।