চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চারটি ওয়ান শুটারগানসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
আটক ব্যক্তি উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাবলাবোনা গ্রামের মো.মাহিদুর রহমানের ছেলে মো.রাজু (২৩)। শিবগঞ্জ থানার এসআই মো.কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান,মঙ্গলবার সন্ধ্যায় শ্যামপুরের নারী কল্যাণ স্কুলের কাছে লিচু বাগানে অস্ত্রগুলো বিক্রির উদ্দেশ্যে দাড়িয়ে ছিল রাজু। এসময় গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে চারটি ওয়ান শুটারগানসহ আটক করা হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ