চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগে এক যুবক কে আটক করেছে পুলিশ। আটক ওই যুবক পৌর এলাকার তর্ত্তিপুরের নজরুল ইসলামের ছেলে সিফাত আহম্মেদ আপেল।
শিবগঞ্জ থানার এসআই আবদুস সালাম জানান,শনিবার দুপুরে বাগানটুলি এলাকার একটি ভাড়া বাড়ীতে ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণি পড়ুয়া এক ছাত্রী কে সু কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে সিফাত আহম্মেদ ওরফে আপেল। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই বাড়ী হতে সিফাত আহম্মেদ আপেল কে আটক করে এবং ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা মো.কামাল উদ্দীন বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন। এসআই সালাম আরও জানান,ধর্ষনের স্বীকার ওই ছাত্রীকে মেডিক্যাল পরীক্ষার জন্য রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে হয় এবং ধর্ষক কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ