চাঁপাই ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধোবড়া আনক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, অভিভাবক ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ আসনের সংসদ সদস্য মোহাঃ গোলাম রাব্বানী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কয়েস উদ্দীন, প্রধান শিক্ষক আলহাজ্ব মহিবুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক এনামুল হক,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম জুম্মাসহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন সহকারী শিক্ষক মিজানুর রহমান। পরে এমপি গোলাম রাব্বানী ৪ কোটি টাকা ব্যয়ে বিদ্যালয়ে একটি একাডেমিক ভবন নির্মাণের ঘোষণা দেন। এছাড়াও বিদ্যালয়ের উন্নয়ন, সংস্কার ও বাউন্ডারী ওয়াল নির্মাণের জন্য ২ লাখ টাকা এবং ধোবড়া কেন্দ্রীয় মসজিদ ও গোরস্তানের উন্নয়নের জন্য ৫ লাখ টাকা আর্থিক অনুদান ঘোষণা করেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ