খবর২৪ঘণ্টা ডেস্ক: গাড়ির ড্রাইভারের লাইসেন্স না থাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের চাপে নিজ গাড়ি থেকে নেমে গেলেন পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। রাজধানীর ধানমন্ডির ১৫ নম্বরে ইবনে সিনার সামনে এ ঘটনা ঘটে।
এ সময় মূল রাস্তা দিয়ে আনোয়ার হোসেন মঞ্জু যাচ্ছিলেন একাধিক গাড়িতে, সাথে ছিল পুলিশ প্রটোকল গাড়িও।
আন্দোলনরত শিক্ষার্থীরা তার গাড়ি ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে। এসময় শিক্ষার্থীরা মন্ত্রীর গাড়ির ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স চাইলে লাইসেন্স দেখাতে পারেননি মন্ত্রীর ড্রাইভার। পরে গাড়ি ঘেরাও করে ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে শ্লোগান দিতে থাকে।
পরে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিত আনোয়ার হোসেন মঞ্জু তার গাড়ি থেকে নেমে আসেন। এসময় শিক্ষার্থীরা বলতে থাকে- ড্রাইভারের লাইসেন্স নেই অথচ স্যার (মন্ত্রী) অ্যালাও করলেন ক্যান, আমরা এটা জানতে চাই। মন্ত্রী গাড়ি থেকে নামার সময় শিক্ষার্থীরা হাতে তালি দিতে থাকে। তারা বলতে থাকে ‘উই ওয়ান্ট জাস্টিস’।
শ্লোগানের মধ্যেই মন্ত্রী ধীরে ধীরে গাড়ি থেকে নেমে রাস্তার পাশে গিয়ে অবস্থান নেন। পরে অন্য গাড়িতে চড়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এসময় শিক্ষার্থীরা বলতে থাকেন মন্ত্রীকে ধন্যবাদ যে উনি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে নিজ গাড়ি ছেড়ে অন্য গাড়িতে চলে যাচ্ছেন।
শিক্ষার্থীরা আরও বলেন, মন্ত্রী তার ড্রাইভারের নামে মামলা করার নির্দেশ দিয়েছেন এবং নিজের গাড়ি রাস্তায় রেখে চলে যান আনোয়ার হোসেন মঞ্জু।
খবর২৪ঘণ্টা.কম/জেএন