1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
শিক্ষকদের আগে আলোকিত হতে হবে: রাজশাহীতে শিক্ষামন্ত্রী - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১৯ জানয়ারী ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন

শিক্ষকদের আগে আলোকিত হতে হবে: রাজশাহীতে শিক্ষামন্ত্রী

  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহীতে টেকসই উন্নয়নের লক্ষ্যে অটিজমও এনডিডি শিক্ষার্থীদের শিক্ষার মূল ধারায় একীভূতকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে রাজশাহীর শহীদ কামারুজ্জামান অডিটোরিয়ামে ‘ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্ট ডিজঅ্যাবিলিটিস (এনএএএনডি)’ আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মূল ধারার শিক্ষায় আনার জন্য তাদের পরীক্ষার খাতা আলাদাভাবে মূল্যায়ন করতে হবে। কাজটি আমাদেরকেই করতে হবে। কারণ আমার তাদের মূল ধারায় নিয়ে আসতে চাই’। শিক্ষামন্ত্রী আরো বলেন, আমরা যারা শিক্ষক তাদের আগে আলোকিত হতে হবে। অনেক শিক্ষক অটিস্টিকদের স্বাভাবিকভাবে নিতে পারেন না। তিনি বলেন, আমরা

পর্যায়ক্রমে সব শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবো। শিক্ষা মন্ত্রণালয় এরই মধ্যে অটিজম বিষয়ে প্রায় ত্রিশ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছে। দীপু মনি বলেন, আমরা অটিস্টিক শিশুদের মূলধারায় নিয়ে আসতে চাই। কারণ অটিস্টিক শিশুরা সমাজের জন্য বোঝা নয়। অনেক ক্ষেত্রেই তাদের বিশেষ প্রতিভা থাকে। পৃথিবীর অনেক বড় বড় বিজ্ঞানী, আর্টিস্ট তারাও কোনো না কোনো দিকে অটিস্টিক ছিলো। সমাজে সত্যিকারের বোঝা আমরা, যারা স্বাভাবিক বলে নিজেদের ভাবি। আমরা দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও নেশায় আসক্ত। একটি জাতি তার পিছিয়ে পড়া জনগোষ্ঠী অথবা ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর প্রতি কতটা দায়িত্বশীল তার ওপর নির্ভর করে সে জাতি কতটা উন্নত। অটিস্টিক শিশুদের যে ভিন্নতা তা আমরা

ইতিবাচকভাবে ভাবতে শিখেছি। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী বলেন, অটিস্টিক শিশুদের কল্যানে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে সরকার। বিশেষ চাহিদা সম্পন্ন এসব শিশুদের সুযোগ-সুবিধা আরো বৃদ্ধি করতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুকের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন। সম্মানিত অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. অরুনা বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন এনএএএনডি প্রকল্পের পরিচালক প্রফেসর দিদারুল আলম উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী রাজশাহী কলেজ অডিটোরিয়ামে দেশের ১৩টি শতবর্ষী সরকারি কলেজগুলোর শিক্ষার উৎকর্ষ সাধন কর্মশালার উদ্বোধন করেন।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST