1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
শাড়ি ছেড়ে এবার অন্য লুকে আকর্ষণীয় দর্শনা - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

শাড়ি ছেড়ে এবার অন্য লুকে আকর্ষণীয় দর্শনা

  • প্রকাশের সময় : সোমবার, ৫ মারচ, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: কিউটনেস আর চার্মিং লুকে এতদিন দর্শকদের মন জয় করেছেন দর্শনা ৷ শহরের হোর্ডিং-এ তিনি, আবার হ্যাপেনিং ওয়েব সিরিজেও। শাড়ি-গয়নায় তাঁকে দেখা গিয়েছে ওয়েব সিরিজ ‘সিক্স’-এ। কিন্তু, সব পোশাকেই যে তিনি সমান কমফর্টেবল, সেটাই এবার প্রমাণ করে দিলেন টলিউডের এই নতুন মুখ।

বাঙালি অভিনেত্রীদের ঝুলিতে হট ফটোশ্যুটের অভাব নেই। তবে সাহসিকতায় কিন্তু দর্শনাও খুব একটা পিছিয়ে থাকলেন না৷ তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলের নতুন পোস্ট দেখলেই বিষয়টা স্পষ্ট হবে। যদিও নিজের ইমেজে ‘সাহসী’ তকমা লাগাতে চান না দর্শনা। তবে, তাঁর নতুন ছবি হটনেসের পারদ চড়িয়েছে বেশ খানিকটা। আর এটা অস্বীকার করার কোনও জায়গাই নেই।

সম্প্রতি দর্শনা তাঁর আপডেটেড কিছু ছবি আপলোড করলেন নিজের ইনস্টা অ্যাকাউন্টে৷ যদিও ফটোশ্যুট নিয়ে তাঁর বক্তব্য, “এটা আমার পোর্টফোলিও শ্যুটের ছবি৷ অভিনয় কেরিয়ারে আমি আপাতত এতটা সাহসী অবতারে আসতে চাই না৷” অর্থাৎ দর্শনাকে ‘বোল্ড’ বলে সম্বোধন করা হোক, তাতে তাঁর ঘোর আপত্তি। কেরিয়ারের শুরুতে স্বাভাবিকভাবেই নিজের ইমেজ নিয়ে যথেষ্ট সতর্ক তিনি। যদিও ফটোশ্যুট নয়, সৌন্দর্য আর অভিনয়েই টলিপাড়ায় বেশ কিছুটা এগিয়ে গিয়েছেন তিনি।

দর্শনার সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল৷ তবে তা নিয়ে বিশেষ উৎসাহী নন দর্শনা। তিনি আপাতত ব্যস্ত তাঁর আগামী ছবি ‘আমি আসব ফিরে’ আর ‘জোজো’ নিয়ে৷ আগামী ৯ মার্চ মুক্তি পাচ্ছে ‘জোজো’। আর এপ্রিলে আসছে অন্য ছবিটি।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST