খবর২৪ঘণ্টা ডেস্ক: রাজধানীর হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে টার্মিনালের ইমিগ্রেশন কাউন্টারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।
সরেজমিনে দেখা যায়, আগুনের ফলে পুরো টার্মিনাল ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছেছেন। তবে ধোঁয়ার উৎস শনাক্ত করা যাচ্ছে না বলে জানিয়েছেন তারা।
এ বিষয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা ধোঁয়ার উৎস খুঁজে আগুন নেভানোর চেষ্টা করছেন। বিমানবন্দরে যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।