খবর২৪ঘণ্টা ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি (৪৬৪ গ্রাম) স্বর্ণের বার ও ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কারসহ মো. সালাউদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিমানবন্দরে আসলে ওই যাত্রীর রেক্টাম’র (মলদ্বার) ভেতর রাখা স্বর্ণবার ও স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। যার দাম প্রায় ৩৫ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্রে জানায়, ওই যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করে বাইরে বের হলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল। একপর্যায়ে ওই যাত্রী তার রেক্টামে স্বর্ণ বহনের বিষয়টি স্বীকার করেন। এরপর বিশেষ কায়দায় তাকে ব্যায়াম করিয়ে, রুটি, কলা, জুস ও পানি খাইয়ে তার রেক্টাম থেকে চারটি স্বর্ণবার বের করানো হয়। সেই সঙ্গে তার কাছ থেকে আরও ১০০ গ্রামের স্বর্ণালঙ্কারও জব্দ করা হয়।
এসব স্বর্ণ ঢাকা কাস্টমস হাউসের গুদামে জমা করা হয়েছে। যার ভিজিআর নম্বর ২০৬৫/১৮।
সূত্রটি আরও জানায়, আটক ব্যক্তিকে বিমানবন্দর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/জেএন