সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে কমলা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে পৌর এলাকার দ্বারিয়াপুর মহল্লা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত কমলা বেগম ওই গ্রামের তাহের প্রামানিকের স্ত্রী।
স্থানীয়রা জানান, বৃদ্ধা কমলা তার প্রতিবেশী গরু ব্যবসায়ী রোম মোল্লার কাছে ধারের টাকা পেতেন। আজ সকাল ১১ টার দিকে ধারের টাকা চাইতে রোম মোল্লার বাড়ীতে যান তিনি। এরপর তিনি আর বাড়ী ফিরে আসেননি।
রাত ৮ টার দিকে রোম মোল্লার বাড়ীর পেছনে খোকশা গাছের ডালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
নিহতের স্বামী তাহের প্রামানিকের দাবি ধারের টাকা চাইতে গেলে কমলাকে মারপিট ও শ্বাসরোধে হত্যার পর লাশ গোপন করে রাখে রোম মোল্লা। রাতে খোকশা গাছের সাথে তার মরদেহ ঝুলিয়ে রাখে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিবারের অভিযোগ ওই বৃদ্ধাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
খবর ২৪ঘণ্টা/ নই