নিজস্ব প্রতিবেদক :
শারীরিক প্রতিবন্ধিকতা দমাতে পারেনি ওদের। প্রতিবন্ধকতা সত্বেও সাফল্যের সাথে কৃতকার্য হয়েছে ওরা ৪৩ জন। ২০১৮ সালে ৪৩ জন জুনিয়র স্কুল সাটির্ফিকেট পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ড থেকে অংশগ্রহণ করে। সোমবার দুপুরে বোর্ডের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করা হয়। কৃতকার্যরা হলো, মরিয়ম আক্তার, আফিয়া জান্নাত অনন্যা, পার্থ প্রতীম, ইউসুফ, মারুফ সাদাত, টুটুল হাসান, দেলোওয়ার হোসাইন, রাজু ইসলাম, মানিক, মুনিরা বানু, হাসি বানু, বাপ্পি চৌধুরী দে, রবিউল ইসলাম, আব্দুল্লাহ মিয়া, আমিরুল ইসলাম, লুকমান হোসাইন, আলামিন, রাসেল আহমেদ, মাসুদ রানা, শাহিন আলম, মোশাররফ হোসাইন,
কাউসার ইসলাম, আব্দুস সবুর, হযরত আলী, সালমা খাতুন, মেহরাব হোসেন অপি, আলফাজ, স্বপ্নিল, সাবরিন আক্তার রিতু, রসিদ আবিদ প্লাবন, মারিয়া ইসলাম, রিসাত শাহরিয়ার রিফা, মাহমদুল আলম, খাইরুল ইসলাম রাতুল, আবিদা মেহনাজ, গোলাম মোস্তফা, শাহরিয়ার ইকবাল, জারিন তাসনিম মনি, ফাহিম রেজা, মাসুদুর রহমান ও হাফিজা খাতুন। এদের মধ্যে দু’জন জিপিএ-৫ ২ জন ও ১৭ জন জিপিএ-৪ পেয়েছেন। অন্যান্যরা বিভিন্ন রেজাল্ট করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
খবর ২৪ ঘণ্টা/আর