খবর২৪ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: ভারতীয় পেসার মহম্মদ শামির বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক সহ একাধিক অভিযোগ এনে আইনের দ্বারস্থ হয়েছিলেন স্ত্রী হাসিন জাহান৷ তাঁর অভিযোগ মত এবার ভারতীয় পেসার মহম্মদ শামির উত্তরপ্রদেশের আমরোহার বাড়িতে পৌঁছল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের চার সদস্যের একটি দল৷
আমরোহার সহসপুর গ্রামে শামির বাড়িতে গিয়ে পরিবারের লোকজন এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা৷ কলকাতা পুলিশের জেরায় শামির গ্রামের তিন প্রতিবেশী হাসিনের পক্ষে কথা বলেছেন৷ যাদের মধ্যে দুজন হলেন মহম্মদ সাকির পাশা এবং মহম্মদ ইমরান৷ ভারতীয় পেসারের পরিবারের সদস্যদের মধ্যে শামির মা অঞ্জুম আরা এবং বোন সবিনা অঞ্জুমের সঙ্গে কথা বলেন গোয়েন্দা বিভাগের সদস্যরা৷
মার্চ মাসের শুরু থেকে ব্লু ব্রিগেডের এই পেসার খবরের শিরোনামে রয়েছেন, স্ত্রী হাসিন জাহানের সঙ্গে বিবাদের জন্য৷ তাঁর বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং , বিবাহ বহির্ভূত একাধিক সম্পর্কে জড়ানোর মত একের পর এক মারাত্মক অভিযোগ এনে ফেসবুক পোস্ট করে সামির গোপন চ্যাটের স্ক্রিনশট সকলের সামনে তুলে ধরেন হাসিন৷ এরপর পুরো বিষয়টি আদালত অবধি গড়িয়েছে৷ যদিও হাসিনের আনা ম্যাচ ফিক্সিংয়ের চার্জ থেকে শামিকে মুক্তি দিয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড৷
বিসিসিআই থেকে ক্লিনচিট পেয়ে বাইশ গজে ফিরলেও ব্যক্তিগত বিতর্ক থেকে নিস্তার পাননি শামি৷ তাঁর বিরুদ্ধে স্ত্রী’র আনা বধূ-নির্যাতনের মামলার এখনও তদন্ত করে চলেছে পুলিশ৷
খবর২৪ঘণ্টা.কম/জন