1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
শাবিপ্রবিতে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

শাবিপ্রবিতে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

  • প্রকাশের সময় : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলন আপাতত প্রত্যাহার করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে প্রেস ব্রিফিংয়ে এমন সিদ্ধান্তের কথা জানান আন্দোলনকারীরা।

শিক্ষার্থীরা জানান, শিক্ষামন্ত্রীর আশ্বাসে পূর্ণ আস্থা রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন তারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থেই আন্দোলন আপাতত প্রত্যাহার করা হয়েছে।
ব্রিফিংয়ে শিক্ষার্থীরা আরও বলেন, ‘শিক্ষামন্ত্রীর সঙ্গে শুক্রবারের বৈঠক সন্তোষজনক হওয়া ও বেশকিছু দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’
এর আগে ১৩ জানুয়ারি থেকে বেগম সিরাজুন্নেসা ছাত্রী হলের প্রভোস্টের পদত্যাগসহ কয়েকটি দাবিতে আন্দোলন শুরু করে ছাত্রীরা। ১৬ জানুয়ারি উপাচার্যকে অবরুদ্ধ করলে পুলিশের অভিযানে আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী, শিক্ষক ও পুলিশ সদস্য।

ওইদিন রাতেই উপাচার্যের অপসারণ দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে সিলেট সফর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর রাতে ঢাকায় ফিরেন। এরপর আজ দুপুরে সার্বিক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST