খবর২৪ঘণ্টা,আন্তর্জাতিক ডেস্ক: এ বছর শান্তিতে যৌথভাবে নোবেল পেলেন ইরাকের মানবাধিকার কর্মী নাদিয়া মুরাদ এবং কঙ্গোর চিকিৎসক ডেনিস মুকওয়েজি। উভয়েই যুদ্ধবিধ্বস্ত এলাকায় যৌন হয়রানি বন্ধে কাজ করেছেন। শুক্রবার নোবেল কমিটি এ পুরস্কার ঘোষণা করে।
নোবেল কমিটি জানিয়েছে, ডেনিস মুকওয়েজি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ। তিনি ও তার টিম যুদ্ধবিধ্বস্ত কঙ্গোয় হতাহতদের চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
অন্যদিকে, নাদিয়া মুরাদ ইরাকের ইয়াজিদি সম্প্রদায়ের সদস্য, যাকে আইএস জঙ্গিরা আটকে রেখে যৌন দাসী হিসেবে ব্যবহার করে। আইএসের হাত থেকে মুক্তি পাওয়ার তিনি নারী অধিকার নিয়ে কাজ করছেন।
নরওয়ের রাজধানী অসলোতে নোবেল কমিটির প্রধান বেরিট রেইস-অ্যান্ডারসন শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুদ্ধবিধ্বস্ত ও সংঘাতপূর্ণ এলাকায়, যৌন সহিংসতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়, যৌন সহিংসতা বন্ধে অবদান রাখায় তাদের নোবেল পুরস্কারে মনোনীত করা হয়েছে।
জেএন