1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
শহীদ স্মারকের মোড়ক উম্মোচন করলো জামায়াত - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

শহীদ স্মারকের মোড়ক উম্মোচন করলো জামায়াত

নিজস্ব প্রতিবেদক :

  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

’২য় স্বাধীনতার শহীদ যারা’ এই নামে জুলাই ২০০৪ বিপ্লবের শহীদ স্মারকের মোড়ক উন্মোচন করে বাংলাদেশ জামায়াতে সইসলামী রাজশাহী মহানগরী। বুধবার সকাল সাড়ে দশটায় নগরীর একটি দরবার হলে মোড়াক উম্মোচন অনুষ্ঠান শুরু হয়ে চলে দুপুর দুটা পর্যন্ত।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহীর আমীর ড.মোঃ কেরামত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেলজ মাওলানা রাফিকুল ইসলাম খান। রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী মহানগরের আহব্বায়ক এ্যাড. এরশাদ আলী ইশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর মাইন উদ্দিন, রাজশাহী মহানগর

বিএনপির সিনিয়র যুগ্ম-আহব্বায়ক নজরুল হুদা। রাজশাহী জেলা জামায়াতের আমীর আব্দুল খালেক, জামায়াতের নাটোর জেলা আমীর ড. মীর নুরুল ইসলাম। রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম মুর্তজা রাজশাহী মহানগরীর জামায়াতের নায়েবে আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, শিল্প ও বাণিজ্য সম্পাদক সারওয়ার জাহান প্রিন্স, প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, যুব সম্পাদক সালাহউদ্দিন আহমেদ সহ রাজশাহী মহানগরীর কর্মপরিষদ সদস্য ও থানা আমীর বৃন্দ। অনুষ্ঠানের বক্তব্য প্রদান করেন ৫ আগষ্ট রাজশাহীতে শহীদ সাকিব আনজুম এর মাতা রোকেয়া বেগম ও নাটরে শহীদ মিকদাদ হোসাইন খান এর পিতা দেলোয়ার হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম খান বলেন, যারা ইসলামের জন্য ও দেশের জন্য শহীদ হন তারা দুনিয়া ও অখেরাতে সম্মানিত, এমনকি শহীদের পিতামাতাও সম্মানিত। আমারা শহীদদের ভাগ করতে চাইনা। তারা সবার, যারা দেশের জন্য জীবন দিয়েছে। ২ হাজারেরও বেশি আমাদের সন্তান জীবন দিয়েছে। অনেক পরিবার এখনো সন্তানের লাশ পায়নি। শহীদের তালিকা ও সঠিক খবর রাষ্ট্রকে দিতে হবে, কে গুম হয়েছে, কাকে পুড়োনো হয়েছে, কাদের গণকবর দিয়েছে সব খবর সামনে আনতে হবে। এরা কাউকে ক্ষমতায় বসার জন্য জীবন দেয়নি। আমরা আন্দোলন করেছি কিন্তু স্বৈরাচারকে নামাতে পারিনি, এরা পেরেছে। শহীদ পরিবারকে চাকুরি দিতে হবে, চিকিৎসা করাতে হবে। উপদেষ্টা গণ তাদের খবর নিচ্ছেনা, ফ্যাসিবাদের বিরুদ্ধে গণহত্যার বিচার করতে হবে। গণহত্যার বিচার ছাড়া নির্বাচন নয়, গণহত্যার বিচার করে নির্বাচন করতে হবে এটা জাতির দাবি। উপদেষ্ঠাদেও উদ্দেশ্যে জামায়াতের এ নেতা বলেন, আপনাকে ক্ষমতায় বসানো হয়েছে, অপনি নিজে বসেননি। আমরা আর এদেশে ফ্যাসিবাদের উত্থান চাই না।

রাজশাহীর মোড়ক উম্মোচন অনুষ্ঠানটি পরে ভার্চুয়ালী জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে যুক্ত হয়ে স্মারকগ্রন্থের মোড়ক একযোগে উম্মোচন করা হয়।

নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST