নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে শহীদ পুলিশ সুপার শাহ্ আব্দুল মজিদ স্মৃতি ফলক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ স্মৃতি ফলকের উদ্বোধন করেন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বিপিএম বার। প্রধান অতিথি ফুল দিয়ে তার স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুববর রহমান পিপিএম, রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, আরএমপির উপ-পুলিশ কমিশনার সাজিদ হাসান, রাজশাহী জেলা পুলিশের সিনিয়র এএসপি আব্দুর রাজ্জাক, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মির্জা আব্দুস সালাম প্রমূখ।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে আব্দুল মজিদ রাজশাহী জেলা পুলিশ সুপার ছিলেন।৩১ মার্চ সন্ধ্যা পাকিস্তানি সেনাবাহিনীরা তাকে জেলা প্রশাসকের বাসভবন থেকে ধরে নিয়ে যায়। তারপর থেকে আর তার সন্ধান পাওয়া যায়নি। তার মৃত্যুর ঠিক তারিখ ও মরদেহের সন্ধান পাওয়া যায়নি।আরো জানা যায়. ২৫ মার্চ রাত ১১টার পর পুলিশ সুপারের বাংলোর টেলিফোন ও বিদ্যুতের লাইন কেটে দিয়ে তাকে ঘিরে ফেলা হয়। সেই রাতেই পুরো রাজশাহী শহর পাকিস্তানিদের দখলে চলে যায়। ডিসির অাহবানে মজিদ তার বাসায় আশ্রয় নেন। এরপর ৩১ মার্চ রাতে পাকিস্তানিরা সেনারা তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। সেই সময় তার স্ত্রী নামাযে ছিলেন। এর আগে ২৯ মার্চ পাকিস্তানি সেনারা রাজশাহী পুলিশ লাইন দখল নেওয়ার চেষ্টা করলে যুদ্ধ করে পুলিশ লাইন রক্ষা করেন। এ যুদ্ধে অনেক পাকিস্তানি সেনা নিহত হয়। যার কারণে পাকিস্তানিরা তার উপর ক্ষিপ্ত হন। ১৯৩৫ সালে তিনি গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন তিনি। ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রী লাভ করে শিক্ষকতা পেশায় যোগ দেন। ১৯৬১ সালে পাকিস্তান পুলিশ সার্ভিসে যোগ দেন। ১৯৬৩ সালে নারায়নগঞ্জের এসডিপিও মহকুমা পুলিশ প্রশাসক নিযুক্ত হন।পরবর্তীতে ১৯৭০ সালের ১৫ আগষ্ট রাজশাহী জেলার পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করেন।
খবর২৪ঘণ্টা/এমকে