1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
শর্তসাপেক্ষে মসজিদে জামাতের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে পাকিস্তান - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন

শর্তসাপেক্ষে মসজিদে জামাতের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে পাকিস্তান

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ রোধে কিছু শর্ত বেধে দিয়ে মসজিদে জামাতে নামাজ পড়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে পাকিস্তান। শনিবার প্রধানমন্ত্রী আরিফ আলভির সঙ্গে ধর্মীয় নেতাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আসন্ন রমজান মাস সামনে রেখে এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

শর্তগুলো হলো: জামাতে অংশগ্রহণকারীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। এছাড়া জামাতে দাঁড়াতে হলে পরস্পর থেকে কমপক্ষে ছয় ফুট দূরে দাঁড়াতে হবে। আর মসজিদ কর্তৃপক্ষ নিয়মিতভাবে চত্বরটি জীবাণুমুক্ত করবে। এই সব শর্ত মেনে চলা না হলে জামাতের ওপর আবারো নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

পাকিস্তানে এখন পর্যন্ত ৭ হাজার ৬৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ১৪৩ জনের। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, জনসমাগম হলে ভাইরাসটির সংক্রমণ বেড়ে গিয়ে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে দিতে পারে।

গত মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশ জুড়ে চলা লকডাউন আরো ১৪ দিন বাড়ানোর ঘোষণা দেন। তবে অত্যাবশ্যকীয় শিল্প এর আওতার বাইরে থাকবে। আগামী মে মাসের মাঝামাঝিতে পাকিস্তানে করোনাভাইরাসের সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বলে আশঙ্কা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

খবর২৪ঘন্টা/বিআ

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team