খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের ভেদরগঞ্জে পণ্যবাহী ট্রাক খাদে পড়ে ৩ শ্রমিক নিহত হয়েছেন। আজ বিকেলে ভেদরগঞ্জের নারায়নপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ট্রাকে থাকা আরো ৭ জন গুরুতর আহত হয়েছেন।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানায়, চাঁদপুর থেকে লোহার পাইপ নিয়ে ফরিদপুর যওয়ার পথে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়পুর নামক স্থানে ঢাকা মেট্রো ১১-৫০১২ নাম্বারের পণ্যবাহী ট্রাকটি খাদে পড়ে যায়। এসময় ট্রাকে থাকা ১২ জন শ্রমিকের মধ্যে ৩ শ্রমিক ট্রাকের নিচে পড়ে মারা যায়। বাকিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, জামালপুর জেলার ছাদ্দাম হোসেন, হালিম ও শাহজামাল। ট্রাকটি উদ্ধারে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
খবর২৪ঘণ্টা.কম/নজ