নিজেদের শরীরের মাপ, মোটা-রোগা-কালো-ফর্সা-লম্বা-বেঁটে নানা কিছু নিয়েই মহিলাদের সমালোচনার মুখে পড়তে হয়। কখনও কখনও আবার স্তনের মাপ নিয়েও কটূক্তি উড়ে আসে। বিশেষ করে সেই মহিলা যদি হন জনপ্রতিনিধি বা নায়িকা, তাহলে তো কথাই নেই। তাঁর সাজ থেকে, শরীরের মাপ– নানা কিছু নিেয় একাধিক সমালোচনার শিকার হতে হয় তাঁকে। সম্প্রতি এমনই কুরুচিকর, নোংরা সমালোচনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর
ইনস্টাগ্রামে নিজের কিকবক্সিং রুটিন ও শ্রীলঙ্কায় বেড়াতে যাওয়ার নানা ছবি পোস্ট করেছেন ম্রুণাল । আর সেই ছবিতেই তাঁকে ট্রোল করা হয়েছে শরীরের মাপ নিয়ে। ছাই রঙা শর্টস ও কালো টপ পরে ছবি পোস্ট করেছেন নায়িকা। সেখানে কমেন্ট করা হয়েছে, ‘পিছনটা পুরো কলসির মতো’। আরেক ট্রোলের বক্তব্য, ‘শরীরের নীচের অংশে এত মাংস কেন?’ ম্রুণালও একহাত নিয়েছেন সমালোচককে। পাল্টা লিখেছেন, ‘ধন্যবাদ ভাই’
বিএ