শেরপুর (বগুড়া) প্রতিনিধি: সচেতনতা, প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে বৃহস্পতিবার ১৯ নভেম্বর সকাল ১১টায় মহিপুর এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে দিবসটি পালিত হয়েছে। শেরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার রতন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ। আরো বক্তব্য
রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোছা. সামছুন্নাহার শিউলী ও শেরপুরে ফায়ার সার্ভিসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। শেরপুরে ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, ২০১৯-২০২০ অর্থ বছরে ১০১ অগ্নিকান্ডে ২১ লক্ষ ৩৫ হাজার ৫শ টাকার ক্ষতি হয়েছে এবং উদ্ধার করেছেন ৩ কোটি ৭৪ লক্ষ ৯ হাজার ৫শ টাকা। ২শ ৬২টি দুর্ঘটনায় ৩শ ৭৫জন আহত হয়েছে, ২৪জন নিহত হয়েছে। একক মহড়া দিয়েছে ৬০টি যৌথ মহড়া দিয়েছে ১৫টি। ফায়ার সপ্তাহ হিসেবে যান্ত্রিক মহাড়া এবং হাসপাতাল, ক্লিনিক গুলোতে দুর্ঘটনা মোকাবেলার মহড়া দেওয়া হয়।
জে এন