ঢাকাশুক্রবার , ২২ মার্চ ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

শপথ নেবেন ভিপি নুর

অনলাইন ভার্সন
মার্চ ২২, ২০১৯ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

খবর ২৪ ঘণ্টা ডেস্ক:ডাকসু নির্বাচনে ভিপি পদে বিজয়ী নুর শপথ নেবেন বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। শুক্রবার বিকাল সাড়ে তিনটায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় কোটা সংস্কার আন্দোলনকারী ওই ছাত্র সংগঠনটি।

এতে বলা হয় ভিপি পদে জয়ী নুরুল হক নুর ও সমাজসেবা সম্পাদক পদে বিজয়ী আক্তার হোসেন আগামীকাল শনিবার শপথ নেবেন।

এর আগে গত ১৯ মার্চ ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব নেবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে সদ্য নির্বাচিত ভিপি নুর জানিয়েছিলেন, ‘অসুস্থ থাকা স্বত্ত্বেও সাধারণ শিক্ষার্থীদের মনোভাব বুঝতে আমি ক্যাম্পাসে এসেছি। তারা যদি আমাকে দায়িত্ব নিতে বলে, তাহলেই আমি দায়িত্ব নেবো।’

‘যদি দায়িত্ব নিয়ে নেই তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক কর্মসূচির বিনিময়ে হলে সিট দেওয়ার যে অপসংস্কৃতির রাজনীতি চলছে সেটা প্রথমে বন্ধ করবো। হলগুলোতে গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধ করবো। ক্যান্টিনে ফাও খাওয়া বন্ধ করে খাবারের মান উন্নত করা, কেন্দ্রীয় লাইব্রেরিসহ হলে যে রিডিংরুমের সমস্যা রয়েছে তা সমাধানে কাজ করবো। এসব সমস্যার কথা আমাদের ইশতেহারেও উল্লেখ ছিল।’

এদিকে ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের নিয়ে প্রথম কার্যকরি সভা আগামীকাল শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের পুরাতন সিনেট ভবনে কেন্দ্রীয় সংসদ এবং হলগুলোতে হল সংসদের এ সভা অনুষ্ঠিত হবে। গত (১৮ মার্চ) অনুষ্ঠিত প্রভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।