নিজস্ব প্রতিবেদক :
আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন রাজশাহীর ৮টি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যানগণ। শনিবার রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান তাদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আ’লীগের সভাপতি ও তানোর-গোদাগাড়ী আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী, রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আক্তার ও রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করেন, তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না, গোদাগাড়ীতে জাহাঙ্গীর আলম, পুঠিয়া জিএম হীরা বাচ্চু, বাগমারায় অনিল কুমার, দুর্গাপুর নজরুল ইসলাম, চারঘাটে ফকরুল, বাঘা ও মোহনপুর উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান।
খবর ২৪ ঘণ্টা/আর