নিজস্ব প্রতিবেদক :
আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন রাজশাহীর তানোর ও পুঠিয়া উপজেলার তিন নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সোমবার দুপুরের আগে রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। শপথ বাক্য পাঠ করেন, তানোর উপজেলা কলমা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মাইনুল
ইসলাম স্বপন ও পুঠিয়া উপজেলার দুই চেয়ারম্যান। উল্লেখ্য, এর আগে গত ২৫ জুলাই তানোর উপজেলার একটি ও পুঠিয়া উপজেলার দুটি ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। উপনির্বাচনে জয়লাভ করা তিনজন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান রাজশাহীর জেলা প্রশাসক।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।