খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: করোনাকালে একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেন তিনজন। আগের সংসদ সদ্যসের মৃত্যু ও পদত্যাগজনিত কারণে শূন্য হওয়া তিন আসনের নবনির্বাচিত এমপিকে শপথ পড়ান স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।
শনিবার বিকাল সাড়ে তিনটায় সংসদের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার।
করোনা পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে তিনজন নবনির্বাচিত সদস্যকে শপথ পাঠ করানো হয়।
এদিকে বিকালে একাদশ সংসদের ৭ম অধিবেশনকে ঘিরে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে সংসদ সচিবালয়। সংসদের ভেতরে প্রবেশ করতেই জীবাণুনাশক স্প্রে দেওয়া হয়েছে প্রত্যেককে।
মৃত্যু ও পদত্যাগজনিত কারণে শূন্য হওয়া আসনে গত ২১ মার্চ তিনটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। তিন আসনেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয় লাভ করেন। যদিও এবারের উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি ছিলো অন্য যেকোনো বারের তুলনায় সর্বনিম্ন।
শপথ নেওয়া তিনজন সংসদ সদস্য হচ্ছেন-ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যবসায়ী নেতা শফিউল ইসলাম মহিউদ্দীন, গাইবান্ধা-১ আসনে উম্মে কুলসুম স্মৃতি ও বাগেরহাট-৪ আসনের আমিরুল ইসলাম মিলন।
বিকাল পাঁচটায় সংসদের অধিবেশন শুরু হয়। করোনার কারণে একঘণ্টার মধ্যে শেষ হবে কার্যক্রম। এই অধিবেশনের সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যম কর্মীদের না যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।