খবর ২৪ ঘণ্টা ডেস্ক :
কয়েকদিনের মধ্যেই বৃহত্তর জাতীয় ঐক্যের সফল পরিসমাপ্তি ঘটবে বলে প্রত্যাশা করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর সভাপতি আ স ম আবদুর রর। শিগগিরই জাতীয় ঐক্যের কর্মসূচি আসছে বলে জানান তিনি।বৃহস্পতিবার রাতে যুক্তফ্রন্ট ও গণফোরামের সঙ্গে বৈঠক শুরুর পূর্বে তিনি এ কথা বলেন।রব বলেন, আমরা গণমাধ্যমকে জানিয়ে গত ১ তারিখ জাতীয় ঐক্যের জন্য সাবেক রাষ্ট্রপতি ও কামাল হোসেনের নেতৃত্বে উনার বাসায় একত্র হই। জাতীয় ঐক্য প্রক্রিয়ার ধারাবাহিকতায় আজকের এ বৈঠক। আজকে আমরা যুক্তফ্রন্ট এর পক্ষ থেকে একটি ঘোষণাপত্র পেশ করেছি। এতে সাক্ষর করেছেন বি চৌধুরী, মাহমুদুর রহমান মান্নাসহ সবাই। জাতিকে আপদের হাতকে মুক্ত করতে চাই। আমরা একটা জনগণের শাসন চাই।
জাতি আজ কামাল হোসেন ও বি চৌধুরীর দিকে তাকিয়ে আছেন। কবে জাতীয় ঐক্য প্রক্রিয়া শেষ হবে। আজকের আলোচনা মাধ্যমে আমরা অনেক দূর অগ্রসর হব।একটি অসম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ ও মুক্তিযুদ্ধের চেতনার রাষ্ট্র গঠন করতে বৃহত্তর জাতীয় আমাদের ঐক্য প্রক্রিয়া অব্যাহত রয়েছে- যোগ করেন রব। আজকে আমার আমান্ত্রণে এখানে সবাই আসছেন।এর আগে সন্ধ্যা সোয়া সাতটার দিকে রবের উত্তরার বাসায় আসেন আসেন গণফোরামের সুব্রত চৌধুরী ও মোস্তফা আমিন, পৌঁনে আটটায় আসেন ড.কামাল হোসেন, সঙ্গে আসেন ঢাকসুর সাবেক ভিপি সুলতান এইচ মনসুর। এর পর কামাল আহমেদকে স্বাগত জানান আসম আবদুর রবের সহধর্মিণী।সূত্র: আমাদের সময়.কম খবর
২৪ঘণ্টা/এমকে