1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১০০ - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন

লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ১০০

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপটেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে ইসরায়েলের হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। সকাল থেকে চালানো হামলায় তারা নিহত হন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েল বলছে, তারা হিজবুল্লাহর ওপর হামলা বাড়াচ্ছে। দক্ষিণ লেবাননের বাসিন্দারা ইরান সমর্থিত গোষ্ঠীটির ব্যবহার করা জায়গা ছেড়ে যেতে ফোনে সতর্কবার্তা পাচ্ছেন।

লেবানিজ এক মন্ত্রী এসব বার্তা দেওয়াকে মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে ইসরায়েলি এক মন্ত্রী বলছেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত হামলা চলবে।

ইসরায়েল তাদের উত্তরের দিকের বাসিন্দাদের বাড়ি ফেরাতে চায়। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে আন্তঃসীমান্ত হামলা বেড়েছে।  

লেবাননে বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে চালানো হামলায় হিজবুল্লাহ ইসরায়েলকে দায়ী করছে। গত কয়েকদিনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বেড়েছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে একটি সর্বাত্মক আঞ্চলিক সংঘাতের শঙ্কা বাড়ল।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের হামলায় চার শতাধিক লোক আহত হয়েছেন। দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় সকালে এক বিবৃতিতে দক্ষিণ দিকের হাসপাতালগুলোকে জরুরি নয় এমন অস্ত্রোপচার বন্ধ রাখতে অনুরোধ জানিয়েছে।

আহত যারা জরুরি বিভাগে আসবেন, তাদের চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসকদের প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চল এবং বৈরুতের দক্ষিণ দিকের শহরতলীতে সোম ও মঙ্গলবার স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিএ…

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST