ঢাকামঙ্গলবার , ১৬ জুন ২০২০
আজকের সর্বশেষ সবখবর

লিবিয়ায় মানবপাচার: এবার রাজশাহী থেকে বাবা-ছেলে গ্রেফতার

Abir k24
জুন ১৬, ২০২০ ৯:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : লিবিয়ায় মানবপাচারকারী চক্রের আরো দুই সদস্যকে রাজশাহী থেকে গ্রেফতার করেছে র‍্যাব। তারা হলেন- মাদারীপুরের রাজৈর উপজেলার আড়াইপাড়ার হানিফ বয়াতি ও তার ছেলে নাসির বয়াতি।

সোমবার তাদেরকে গ্রেফতার করা হয়। এ পর্যন্ত নারী দালালসহ মানব পাচারকারী চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৮।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার রাজপাড়া থানার তেরখাদিয়া গ্রাম থেকে বাবা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা লিবিয়ায় মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

২৮ মে রাতে লিবিয়ার মিজদাহ শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ অভিবাসীকে গুলি করে হত্যা করে পাচারকারীরা। ওই ঘটনায় মাদারীপুরের ১১ জন নিহত ও চারজন আহত হন। লিবিয়ার সেই হত্যাকাণ্ডে মাদারীপুরের বিভিন্ন থানায় পাচটি মামলা করে নিহতদের পরিবার। এসব মামলায় এখন পর্যন্ত নারী দালালসহ ১০ জনকে গ্রেফতার করেছে র‌্যাব ও পুলিশ। খবর২৪ঘন্টা /এবি

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।