খবর২৪ঘন্টা নিউজ ডেস্কঃ লিবিয়ায় মানবপাচার ও ২৬ বাংলাদেশি হত্যার ঘটনায় ৩৮ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার রাতে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে ও হত্যার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
পল্টন থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, মঙ্গলবার রাত দশটার দিকে সিআইডির এসআই রাশেদ ফজল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজহারে আসামি হিসেবে ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ৩০-৩৫ জনকে।
গত ২৮ মে লিবিয়া সাহারা মরুভূমি অঞ্চলের মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করা হয়। এতে আহত হন আরো ১১ জন। খবর২৪ঘন্টা / এবি